ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাজেট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে বরাদ্দ বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ৯, ২০২২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে বরাদ্দ বাড়ল

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা এ প্রস্তাব করেন।

প্রস্তাবনায় বলা হয়েছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার ২২৯ কোটি টাকা। এরমধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৯৪ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭৩৫ কোটি টাকা।

২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে ৯ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছি। তবে সংশোধনী বাজেটে বরাদ্দ রাখা হয় ১০ হাজার ১২৪ কোটি। এরমধ্যে পরিচালন খাতে ছিল ৫ হাজার ৫৬৬ কোটি টাকা ও উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৪ হাজার ৫৫৮ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ০৯, ২০২২
ইইউডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।