ঢাকা: ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রঝড় বৃষ্টি হতে পারে। তবে বজ্রঝড়ের আশঙ্কা নেই।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ। তবে বজ্রঝড় হওয়ার আশঙ্কা নেই। বাতাসের গতিবেগ থাকতে পারে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে।
তিনি বলেন, বর্তমানে প্রবল মেঘ যেটা আছে, পাবনার ওপর। ওদিক দিয়েই যাচ্ছে। ঢাকায় ঢোকার সম্ভবনা কম। আর ঢুকলেও তীব্র হবে না। এরই মধ্যে রাজধানীতে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। হালকা বাতাসও রয়েছে।
ইইউডি/জেএইচ