ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, অক্টোবর ৫, ২০২৫
ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে ফাইল ফটো

ঢাকা: ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রঝড় বৃষ্টি হতে পারে। তবে বজ্রঝড়ের আশঙ্কা নেই।

রোববার (৫ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ। তবে বজ্রঝড় হওয়ার আশঙ্কা নেই। বাতাসের গতিবেগ থাকতে পারে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে।

তিনি বলেন, বর্তমানে প্রবল মেঘ যেটা আছে, পাবনার ওপর। ওদিক দিয়েই যাচ্ছে। ঢাকায় ঢোকার সম্ভবনা কম। আর ঢুকলেও তীব্র হবে না। এরই মধ্যে রাজধানীতে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। হালকা বাতাসও রয়েছে।


ইইউডি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।