ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

গোপালগঞ্জে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
গোপালগঞ্জে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুস্থ, গরিব ও সমাজের অবহেলিত বয়স্কদের মধ্যে নয় হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই- এর ভাইস প্রেসিডেন্ট, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করেন।


 
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (পিএস টু) গাজী হাফিজুর রহমান লিকু।

টুঙ্গিপাড়ায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস সরদার, পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বি এম তৌফিক ইসলাম, আরমান হাফিজ, কামরুল ইসলাম বাদল প্রমুখ।

এদিকে কোটালীপাড়া দলীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. আয়নাল হোসেন শেখ, দপ্তর সম্পাদক বুল্বুল আহম্মদ তাজ পৌরসভা মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম মনি, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, কোটালীপাড়ার সাবেক চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।