ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সোশ্যাল ইসলামী ব্যাংকে হকার্স সমাবেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
সোশ্যাল ইসলামী ব্যাংকে হকার্স সমাবেশ

ঢাকা: ‘হকার হবে দেশ উন্নয়নের প্রাণ, আর্থিক ভিত হোক মজবুত সোপান’ স্লোগানে হকার্স সমাবেশ ও মতবিনিময় সভা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) মোহাম্মদপুর শাখায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) এসআইবিএল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি ব্যাংকটির মোহাম্মদপুর শাখায় হকার্স সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক জাফরিন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।  

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদসহ ব্যাংকের মোহাম্মদপুর শাখার কর্মকর্তা, মোহাম্মদপুর এলাকার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উন্নতি ও অগ্রগতি অন্যতম মাধ্যম ব্যবসা। আমাদের দেশে হকাররা ফুটপাতে, রাস্তায় খালি জায়গায় ভ্রাম্যমাণ দোকান নিয়ে ব্যবসা করেন এবং পুঁজি সঙ্কটের কারণে তারা নির্দিষ্ট দোকান বা জায়গা নিয়ে ব্যবসা করতে পারেন না। এ সব সমস্যার কথা বিবেচনা করে আমাদের ব্যাংক আপনাদের জন্য নিয়ে এসেছে হকার্স ডিপোজিট ও ব্যবসা উন্নয়ন স্কিম। এ ডিপোজিটের সুফল সম্পর্কে তিনি হকারদের অবহিত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ ফোরকানুল্লাহ সোশ্যাল ইসলামী ব্যাংক সর্বদা তাদের পাশে থাকবে এ প্রত্যয় ব্যক্ত করে হকারদের জন্য ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।