সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হলো দু’দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট ২০২৫’।
দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৭০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠানটি দেশের ফার্মেসি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্থকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিএমডি ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পরিচালক (মার্কেটিং) এহসান আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চোধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. ইসরাত জাহান বুলবুল।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), কর্পোরেট লিডার, ফার্মাসিস্ট, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকা, অ্যালামনাই এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এনডি/