ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

কোটচাঁদপুরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
কোটচাঁদপুরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম উদ্বোধন

ঢাকা: সম্প্রতি ঝিনাইদহের কোটচাঁদপুরের দুধসরা রোড বাদাম হাটা মোল্লা মার্কেটে দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুমের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ওই কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. শহিদুজ্জামান সেলিম, মিনিস্টার গ্রুপের শো-রুম বিভাগের ডিরেক্টর মো. রফিকুল ইসলাম লিটন, সাবেক পৌরমেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান, সমাজ সেবক আব্দুল মালেক মাস্টার  প্রমুখ।

এ সময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানির পণ্যের গুণাগুণ তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং ক্রেতা সাধারণের জন্য পণ্য কেনার ওপর বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়। সেসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা,বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।