ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘জয়ী থ্রি সিক্সটি’ উদ্বোধন করলো আইপিডিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
‘জয়ী থ্রি সিক্সটি’ উদ্বোধন করলো আইপিডিসি

ঢাকা: রাজধানীর মিরপুরে নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্সের লোন সেবা ‘জয়ী’-কে কেন্দ্র করে বিশেষায়িত উপশাখা ‘জয়ী ৩৬০’ উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অবদানকে বেগবান করতে ও তাদের সম্ভাবনাময় আগামীর সঙ্গী হতে এ উপশাখাটির কার্যক্রম শুরু করেছে আইপিডিসি।

 

‘জয়ী’ মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রসারে সহায়তায় আইপিডিসির একটি লোন সেবা, যা যাত্রা শুরু করে ২০১৮ সালে। এবার প্রতিষ্ঠানটি ‘জয়ী’ লোন সেবার সঙ্গে আরও কিছু সুযোগ-সুবিধা যুক্ত করে উপশাখাটি চালু করেছে। ‘জয়ী ৩৬০’ উপশাখায় ‘জয়ী আলাপন’ নামে একটি বিশেষ মিটিং স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে, যেটি ‘জয়ী’ গ্রাহকরা তাদের ব্যবসায়িক মিটিং পরিচালনার জন্য বুকিং দিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া উদ্যোগ বিষয়ে নিয়মিত কর্মশালা ও ট্রেনিং পরিচালনা করতে এখানে থাকছে ‘জয়ী পাঠশালা’ নামে বিশেষ কার্যক্রম। এছাড়া এ উপশাখায় আইপিডিসির অন্যান্য নিয়মিত প্রোডাক্ট যেমন- ডিপোজিট, হোম লোন, অটো লোনসহ সমস্ত সেবা চালু থাকবে।  

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন- আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস, ব্র্যাক মনোনীত পরিচালক তুষার ভৌমিক, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর মাহবুবুর রহমান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমানসহ আইপিডিসির বেশ কয়জন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ‘জয়ী’র স্ট্র্যাটেজিক পার্টনার ও গ্রাহকদের মধ্যে অনেকে।   

অনুষ্ঠানে আইপিডিসির চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের একটা অসাধারণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ রকম একটা সময়ে সামষ্টিক উন্নয়নকে আরও সম্পূর্ণ এবং দ্রুততর করতে নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের ভালোভাবে সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের থেমে না থেকে নতুন চিন্তা নিয়ে এগোতে হবে। সেই ধারায় ‘জয়ী ৩৬০’ উপশাখা আইপিডিসির পক্ষ থেকে একটি ভালো সংযোজন হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি।

আইপিডিসির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস বলেন, আইপিডিসি সব সময়ই নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে বিশ্বাসী। নারী উদ্যোক্তাদের এগিয়ে চলায় পাশে থাকতেই আমরা ২০১৮ সালে শুরু করেছিলাম নারী উদ্যোক্তাদের জন্য লোন সেবা ‘জয়ী’। গত কয় বছরে ‘জয়ী’র অধীনে আমাদের গ্রাহক সংখ্যা বেশ দ্রুত হারে বেড়েছে এবং আমরা দেখেছি শুধু নিজেদের ব্যবসায়িক কাজে না, বরং গ্রাহক হিসেবেও তারা অসাধারণ। আমরা যেন তাদের অগ্রযাত্রায় আরও ভালোভাবে পাশে থাকতে পারি সে লক্ষ্যেই ‘জয়ী ৩৬০’ উপশাখার যাত্রা শুরু।

উল্লেখ্য, উপশাখাটিতে ‘জয়ী’ লোন ছাড়াও আইপিডিসির অন্যান্য নিয়মিত প্রোডাক্ট ও সেবা কার্যক্রমও চালু থাকবে। উপশাখাটির অবস্থান রাজধানী মিরপুর ৬ নম্বর সেকশনের ডাইন্যাস্টি টাওয়ারের ৬ষ্ঠ তলায়।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।