ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

১.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স গ্রহণ করে অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
১.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স গ্রহণ করে অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এ পুরস্কার তুলে দেন

ঢাকা: ২০২৪ সালে মোট ১.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স গ্রহণের মাইলফলক অর্জন করে মর্যাদাপূর্ণ রেমিট্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ব্র্যাক ব্যাংক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়

বাংলাদেশ সরকার ব্র্যাক ব্যাংকের এ স্বীকৃতি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজতর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশের সব ব্যাংকের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স আহরণের দিক থেকে চতুর্থ স্থান অর্জন করায় মন্ত্রণালয় ব্র্যাক ব্যাংককে এ সম্মাননা দিয়েছে।

গত ১৮ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের সহায়ক ভূমিকার উল্লেখযোগ্য স্বীকৃতি।

রেমিটেন্স অর্জনে নেতৃত্বস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করা।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাক ব্যাংকের এ স্বীকৃতি দেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক হিসেবে ব্যাংকটির উল্লেখযোগ্য ভূমিকার প্রতিফলন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।