ঢাকা: বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। দীর্ঘদিন ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের প্রতিনিধিত্ব করছেন।
সম্প্রতি মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ১০ লাখ টাকা অফারের একটি বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন তিনি। সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তার ১০ বছর বয়সী ছেলে ঈশান। বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে বাবা-ছেলের হৃদয়গ্রাহী খুনসুটি। বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমিন খান ভক্তরা।
নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন আমিন খান। ‘সুদর্শন অভিনেতা’ খ্যাত চিত্রনায়ক আমিন খান অভিনয় করেছেন বহু সিনেমায়। ‘হৃদয় আমার’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, ‘হৃদয়ের বন্ধন’সহ অনেক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। ব্যক্তিগত জীবনে স্নিগ্ধা খানের সঙ্গে সংসার পেতেছেন তিনি। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্ম ও করপোরেট জগত নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ চিত্রনায়ক।
এদিকে বাবার পথেই হাঁটছেন কনিষ্ঠ পুত্র ঈশান। এর আগেও মার্সেল এয়ার কন্ডিশনারের (এসি) একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিল সে। ৪০ সেকেন্ড ব্যাপ্তির ওই বিজ্ঞাপনের পুরোটাজুড়েই ঈশানকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দেখে মুগ্ধ হন দর্শক। বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই ভাইরাল হয়েছে এ ক্ষুদে মডেল। প্রশাংসা কুড়িয়েছে সবার।
বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে চিত্রনায়ক আমিন খান বলেন, রাজধানী ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে মনোরম প্রাকৃতিক লোকেশনে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হচ্ছে। শিগগিরই দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বিজ্ঞাপনচিত্রটির। মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে ওই ক্যাম্পেইনকে হাইলাইট করেই। আশা করছি, আগের মতোই দর্শকরা আমাদের গ্রহণ করবেন।
এর আগে সম্প্রতি ওয়ালটনের ‘নন-স্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনে অ্যাকশন হিরো হিসেবে উপস্থিত হয়েছিলেন আমিন খান। কেড়েছেন দর্শকদের নজর। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পরপরই হয়েছে ভাইরাল। সে সময় দর্শকরা ভেবেছিলেন আবারও হয়তো সিনেমায় ফিরে আসছেন এ নায়ক।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
আরবি