ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইরা ইনফোটেক লিমিটেডের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
ইরা ইনফোটেক লিমিটেডের ঐতিহাসিক জয়

ঢাকা: ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করে ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ (সিজন ৯)- এর চ্যাম্পিয়ন হয়েছে ইরা ইনফোটেক লিমিটেড। এক রোমাঞ্চকর ফাইনালে পেনাল্টি শুটআউটে ২-১ গোলে এনোসিস সলিউশনসকে হারিয়ে প্রথমবারের মতো এ শিরোপা জিতে নিয়েছে তারা।

এ জয় ইরা ইনফোটেকের দলগত মনোবল, অদম্য সাহস এবং নিরলস প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ইরা ইনফোটেকের চ্যাম্পিয়নশিপের পথ চলা সত্যিই ছিল চোখে পড়ার মতো। কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ইরা পাঠাওকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। সেমিফাইনালে তারা তাদের জয়যাত্রা অব্যাহত রেখে অপ্টিমিজলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। এ ম্যাচে প্রশংসার দাবিদার ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার দিদারুল ইসলাম যার জোড়া গোল দলকে ফাইনালে পৌঁছে দেয়।

ফাইনালে এনোসিস সলিউশনসের মুখোমুখি হয় ইরা ইনফোটেক। দুই দলই তাদের দক্ষতা এবং প্রত্যয় দেখিয়েছে, কিন্তু ১৬ মিনিটের নিয়মিত খেলায় (দুইটি ৮ মিনিটের হাফে বিভক্ত) কোনো দলই গোল করতে পারেনি। পেনাল্টি শুটআউটে গোলরক্ষক জাহিদুল ইসলাম দুটি গুরুত্বপূর্ণ শট সেভ করে দলকে ২-১ গোলে জয় এনে দেন। তার এই অসাধারণ পারফরম্যান্স টুর্নামেন্টের ইতিহাসে তাকে স্থান করে দিয়েছে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন মো. মাশরুর রহমান খান। তার অসাধারণ দক্ষতা, ধারাবাহিকতা এবং চাপের মুহূর্তে সেরা পারফরম্যান্স ইরা ইনফোটেকের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ জয় ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। দলনেতা ইফতেখার আহমেদ দুরজয় এবং সহ-দলনেতা সজিব মোল্লার নেতৃত্বে দলটি শিরোপা জিতে নেয়। ট্রফি তুলে ধরার মুহূর্তে উপস্থিত ছিলেন ইরা ইনফোটেক লিমিটেডের সিইও মো. আব্দুল মাবুদ, যার দিকনির্দেশনায় দল এ ঐতিহাসিক সাফল্য অর্জন করে।

দলের পেছনে কোচ মো. তাওফিক মুহাম্মদ আব্দুস সাত্তার এবং ম্যানেজার কাজী আনিসুর রহমানের অবদান ছিল অপরিসীম। তাদের কৌশলগত পরিকল্পনা, সুনিপুণ প্রস্তুতি এবং খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের অক্লান্ত পরিশ্রম ইরা ইনফোটেককে একটি শক্তিশালী দলে পরিণত করে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ