ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত শোভাযাত্রা।

ঢাকা: ১৪ এপ্রিল নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩২’, যা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বৃহৎ ও সফল সাংস্কৃতিক আয়োজন।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত এই আয়োজনটি বিপুল সংখ্যক শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও প্রশাসনিক কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল।

মেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধক্ষ্য অধ্যাপক আবদুর রব খান। রঙিন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায়, আনন্দঘন পরিবেশে মেতে উঠেছিল পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সদস্যরা মেলায় নিজস্ব স্টল স্থাপন করেন এবং সেখানে বর্ণিল ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী করেন। যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের বাঙালি খাবার ও বাংলার লোকজ সাজসজ্জার উপকরণ। এর মধ্য দিয়ে ফুটে ওঠে বাঙালির সংস্কৃতির রঙ, বৈচিত্র্য ও সৌন্দর্য।

ক্লাবের প্রেসিডেন্ট মৌরিন ইসলাম বলেন, আমাদের বৈশাখী মেলা শুধু একটি অনুষ্ঠান নয় বরং আমাদের শিকড়কে ছুঁয়ে দেখার এক উপলক্ষ, যেখানে ঐতিহ্য, প্রাণবন্ত আড্ডা আর একতার আনন্দ আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু শিক্ষার্থীই নই, আমরা এক সংস্কৃতির বাহক।

প্রতিবছরের মতো এবারও ক্লাবের সদস্যরা প্রমাণ করেছে যে তারা শুধু একটি সামাজিক সচেতন ক্লাব নয় বরং তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আবহ গঠনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ‘বৈশাখী মেলা ১৪৩২’ ছিল তারই প্রতিচ্ছবি।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।