ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

জাতিসংঘ দিবসে আইইউবির রচনা প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, সেপ্টেম্বর ২৮, ২০২১
জাতিসংঘ দিবসে আইইউবির রচনা প্রতিযোগিতা

ঢাকা: ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। দিবসটি উপলক্ষে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি ইংরেজি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আইইউবি।

এতে বলা হয়, জাতিসংঘ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) নানা অনুষ্ঠানের আয়োজন করবে। তারই অংশ হিসেবে আইইউবির গ্লোবাল স্টাডিজ ও গভার্নেন্স প্রোগ্রামের উদ্যোগে ‘Our Planet: Our Future’ শিরোনামে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি ইংরেজি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীদের আগামী ৫ অক্টোবরের মধ্যে রচনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।  

রচনা প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে www.slass.iub.edu.bd/gsg-event/ এই লিংকে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।