ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

সিটি ব্যাংক ও মালদ্বীপের জিএসএ টোটাল এয়ারের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
সিটি ব্যাংক ও মালদ্বীপের জিএসএ টোটাল এয়ারের মধ্যে চুক্তি

ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক ও মালদ্বীপের জিএসএ টোটাল এয়ার সার্ভিসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এ চুক্তির আওতায় সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রাহকরা অগ্রাধিকার ভিত্তিতে জিএসএ টোটাল এয়ার সার্ভিসের ঢাকা-মালদ্বীপ-ঢাকা বিমান টিকিটে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন।

 

এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে মালদ্বীপে বেড়ানোর দুজনের শেয়ারিং প্যাকেজ সুবিধা, যা প্রতিজনের জন্য ৫৩ হাজার টাকা থেকে শুরু। এ প্যাকেজে থাকছে তিন তারকা বিচ হোটেলে তিন দিন দুই রাত অবস্থান, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দুজনের জন্য একটি রুম, রিটার্ন এয়ার টিকিট, স্পিডবোর্ডে হোটেল থেকে এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ। ১ ফেব্রুয়ারি থেকে অফারটি শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। যাত্রীকে এ প্যাকেজটি যাত্রা শুরুর দশ দিন আগে বুকিং দিতে হবে।
 
সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস জাফরুল হাসান ও মালদ্বীপের জিএসএ টোটাল এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদুল আলম চাকলাদার এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।