ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আদালত

হেফাজত কাণ্ডে তৈমুরের এক মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
হেফাজত কাণ্ডে তৈমুরের এক মামলা স্থগিত

ঢাকা: হেফাজত ইসলামের অবরোধের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (০৬ বুধবার) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।

আদালতে তৈমুর আলম খন্দকার নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, আদালত মামলা বাতিলে রুল জারি করে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন।  

২০১৩ সালের ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজত কর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এতে বিজিবির দু’জন, পুলিশের দুই সদস্যসহ ১৯জনের মৃত্যু হয়।  

আহত হয় অর্ধশতাধিক মানুষ। র‌্যাব, বিজিবি ও পুলিশের গাড়িসহ ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়। কাঁচপুর পুলিশ ফাঁড়িতেও আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় অর্ধশতাধিক যানবাহন।

সেই সময়কার ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে পুলিশ। পরে তৈমুর আলম খন্দকারসহ ৬১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।  

ওই মামলা বাতিল চেয়ে গত সোমবার (৪ নভেম্বর) হাইকোর্টে আবেদন করেন তৈমুর আলম খন্দকার।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।