ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আদালত

ঐক্য প্রক্রিয়ার জন্য বৈঠকে আইনজীবীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ঐক্য প্রক্রিয়ার জন্য বৈঠকে আইনজীবীরা

ঢাকা: জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জাতীয় ঐক্য প্রক্রিয়ার দাবির সপক্ষে এক বৈঠকে মিলিত হয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৫ সেপ্টম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সম্মেলন কক্ষে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে আইনজীবীদের ঐক্য প্রক্রিয়া নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে আইনজীবীদের মহাসমাবেশ করার পক্ষে মতামত দেন জ্যেষ্ঠ আইনজীবীরা।

ঘণ্টাব্যাপী এ সভায় অংশ নেওয়া বেশিরভাগই বিএনপি সমর্থক আইনজীবী। তবে এর বাইরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঈনুল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমূখ।

সভা শেষে ব্যারিস্টার মঈনুল হোসেন সাংবাদিকদের বলেন, রাজনীতিবিদদের পাশাপাশি দেশের সব আইনজীবীদের মধ্যে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে শক্তিশালী একটি ঐক্য প্রক্রিয়ার কাজ চলছে। আমরা চাই দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক।

জয়নুল আবেদীন বলেন,  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের তিন দফা দাবিতে আইনজীবীরা একমত হয়েছেন। আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।