ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আদালত

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূর বুকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের দায়ে মো. সোনা উল্লাহ (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সোনা উল্লাহ বেলকুচি উপজেলার বালাবাড়ী গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে।

বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুল হামিদ লাবলু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৬ সালের  ৮ মার্চ রাতে শাহজাদপুর উপজেলার ঘোরশাল নতুন পাড়া গ্রামের এক গৃহবধূর (২৭) ঘরে ঢুকে পার্শ্ববর্তী বালাবাড়ী গ্রামের সোনা উল্লাহ। এ সময় ওই গৃহবধূর বুকে অস্ত্র ঠেকিয়ে জোর করে ধর্ষণ করে সোনা উল্লাহ।  

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ সোনা উল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন। দীর্ঘ শুনানি শেষে রোববার বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮/ আডেট সময়: ১২২৫ ঘণ্টা
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।