ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দিনের শুরুতেই ফিরলেন মিরাজ, সাকিবের ফিফটি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
দিনের শুরুতেই ফিরলেন মিরাজ, সাকিবের ফিফটি ছবি : উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে : শুরুটা করেছিলেন বেশ ভালো। দারুণ এক শটে চারও মেরেছিলেন মেহেদী হাসান মিরাজ।

অক্ষরকে ছক্কা মারেন সাকিব আল হাসান। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না তাদের জুটি। মিরাজ ফিরে গেছেন সিরাজের বলে।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর দ্বিতীয়টিতে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫‌১৩ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান করেছে বাংলাদেশ।

৬ উইকেট হারিয়ে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। তৃতীয় ওভারেই সিরাজের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। ৪৮ বলে ১৩ রান করেন তিনি।  

মিরাজ ফেরার কিছুক্ষণ পরই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। এখন অবধি তিনি মারমুখী। তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।  

বাংলাদেশ সময় : ০৯৪৭ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।