ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভেবে ভুল করলেন আফগান কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, সেপ্টেম্বর ১৬, ২০২৫
বাংলাদেশকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভেবে ভুল করলেন আফগান কোচ

এশিয়া কাপে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচে জয় পেলে টাইগাররা চলে যেতে পারে সুপার ফোরে, হার মানেই বিদায় নিশ্চিত।

এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট।

সংবাদ সম্মেলনে এক অদ্ভুত মন্তব্য করে বসেন তিনি। ট্রট ভেবেছিলাম বাংলাদেশ ইতিমধ্যেই এশিয়া কাপ জিতেছে। সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে প্রথমে অবাক হয়ে যান তিনি। পরে বলেন, “ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। কিন্তু আমার মনে হয় তারা একবার ট্রফি জিতেছিল। ”

সেখানে থেমে থাকেননি আফগান কোচ। আবারও জোর দিয়ে বলেন, বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে একবার এশিয়া কাপ জিতেছে। এমনকি এক পর্যায়ে সত্যিটা জানার জন্য গুগল চেক করার কথাও বলেন ট্রট।

বাংলাদেশ এ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে খেলেছে তিনবার। ২০১২ সালের আসরে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনালে মাত্র ২ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর ২০১৬ ও ২০১৮ সালে ভারতের কাছে হেরে হাতছাড়া হয় শিরোপা।

এফবি/আরিইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।