ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

১৩ কোটি ২৫ লাখ রুপিতে হায়দরাবাদে হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, ডিসেম্বর ২৩, ২০২২
১৩ কোটি ২৫ লাখ রুপিতে হায়দরাবাদে হ্যারি ব্রুক

আইপিএল ২০২৩ আসরের নিলাম শুরু হয়েছে কেরালার কচিতে। যেখানে আসরের প্রথম মিলিয়নিয়ার হিসেবে নাম লেখিয়েছে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।

সানরাইজার্স হায়দরাবাদ ব্রুককে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে। ১ কোটি ৫০ লাখে শুরু হওয়া এই নিলামে তাদের সঙ্গে শুরুতে বিড শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরো। কিন্তু ৫ কোটিতেই পিছু হটে দলটি। এরপর যোগ দেয় রাজস্থান রয়্যালস। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি হায়দরাবাদের সঙ্গে। এছাড়া ৮ কোটি ২৫ লাখ রুপিতে ভারতীয় ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকেও কিনে নিয়েছে হায়দরাবাদ।

এর আগে নিলামের প্রথম ক্রিকেটার কেন উইলিয়ামসনকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে গুজরাট টাইটান্স। এছাড়া আজেঙ্কা রাহানেকে ৫০ লাখে কিনেছে চেন্নাই সুপার কিংস।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।