ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘ড্রেসিংরুমে ধর্মীয় সংস্কৃতি’ পছন্দ ছিল না পাকিস্তান কোচের, তাই অধিনায়কত্ব গেল রিজওয়ানের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, অক্টোবর ২১, ২০২৫
‘ড্রেসিংরুমে ধর্মীয় সংস্কৃতি’ পছন্দ ছিল না পাকিস্তান কোচের, তাই অধিনায়কত্ব গেল রিজওয়ানের! মোহাম্মদ রিজওয়ান/সংগৃহীত ছবি

পাকিস্তান ক্রিকেটে আরেকটি বড় রদবদলের ঘটনা ঘটেছে। পিসিবি মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করেছে এবং তার স্থলাভিষিক্ত হিসেবে পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়োগ দিয়েছে।

এই সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেট মহলে বড় বিস্ময় হিসেবে এসেছে, কারণ গত বছরের অক্টোবরেই বাবর আজমের জায়গায় ৫০ ওভারের ফরম্যাটে রিজওয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে, শাহিনকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্তটিও অনেককে অবাক করেছে, কারণ সম্প্রতি তাকেও পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।

রিজওয়ানের এই আকস্মিক বরখাস্তের ঘটনায় যখন পাকিস্তানজুড়ে তোলপাড় চলছে, তখন দলের সাবেক খেলোয়াড় রশিদ লতিফ এই সিদ্ধান্তের জন্য সরাসরি দলের (সাদা বলের) প্রধান কোচ মাইক হেসনকে দায়ী করেছেন। লতিফের বিস্ফোরক দাবি, গাজা-ইসরায়েল সংঘাতে রিজওয়ান ফিলিস্তিনকে প্রকাশ্যে সমর্থন জানানোয় হেসন এই সিদ্ধান্ত নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে লতিফ প্রশ্ন তোলেন, ‘শুধু ফিলিস্তিনের পতাকা তোলার জন্য আপনি তাকে (রিজওয়ানকে) অধিনায়কত্ব থেকে বরখাস্ত করবেন? এমন মানসিকতা তৈরি হয়েছে যে একটি ইসলামিক দেশে একজন অ-ইসলামিক অধিনায়ক আসা উচিত। ’

লতিফ সরাসরি হেসনকে অভিযুক্ত করে বলেন, ‘এই সিদ্ধান্তের পেছনে মাইক হেসনই আছেন, তাই না? তিনি এমন কেউ নন যিনি ড্রেসিংরুমে এই (ধর্মীয়) সংস্কৃতি পছন্দ করেন। ... তার ৫-৬ জনের একটি দল আছে। তিনি ড্রেসিংরুম থেকে এমন সংস্কৃতি শেষ করে দিতে চাইবেন। ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার বা সাকলাইন মুশতাকের সময়েও আমরা এসব বিষয় নিয়ে কখনো মাথা ঘামাইনি। ’

ভিডিওতে লতিফ আরও দাবি করেন, রিজওয়ান অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে ধর্মীয় রীতিনীতি পালনের সংস্কৃতি চালু করেছিলেন, যা কোচ হেসন পছন্দ করেননি।

উল্লেখ্য, রিজওয়ান বিভিন্ন সময়ে ফিলিস্তিনের প্রতি তার জোরালো সমর্থন জানিয়েছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়কে ‘গাজার ভাই ও বোনেদের’ উৎসর্গ করেছিলেন। এছাড়া চলতি বছরের এপ্রিলে, রিজওয়ান তার পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্সের হয়ে একটি ম্যাচে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনি দাতব্য সংস্থায় ১ লাখ পাকিস্তানি রুপি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য রিজওয়ানকে সরিয়ে দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ দেখায়নি, এমনকি শাহিনকে নিয়োগ দেওয়ার বিবৃতিতে রিজওয়ানের নামও উল্লেখ করা হয়নি। বোর্ডের মতে, ইসলামাবাদে নির্বাচক কমিটি এবং কোচ মাইক হেসনের মধ্যে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।