ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ফ্রি হিট কাজে লাগাতে পারিনি: সৌম্য

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, অক্টোবর ২১, ২০২৫
ফ্রি হিট কাজে লাগাতে পারিনি: সৌম্য

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ১ রানে হেরেছে বাংলাদেশ। মিরপুরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সেই হার নিয়ে হতাশ পুরো দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশার সুরেই কথা বলেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার।

সৌম্য বলেন, আজকে ফ্রি হিটটা কাজে লাগাতে পারিনি। আগেও এমন হয়েছে। হয়তো একটু অভিজ্ঞতা কম ছিল। আজকের সুপার ওভারে নতুন অভিজ্ঞতা হলো, দুইটা ক্যাচ মিস হতে পারত- টার্নিং পয়েন্ট ছিল ওখানেই।

তিনি আরও যোগ করেন, কোচরা প্ল্যান করেছে, কোচ-ক্যাপ্টেনরা চিন্তা করেছে কে ইন ব্যাটার, কে ভালোভাবে নিতে পারবে। সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সৌম্য আশাবাদী হয়ে বলেন, এখনও এই সিরিজ জয়ের সুযোগ রয়েছে আমাদের সামনে। এখনও অনেক সিরিজ বাকি। যদি জিততে পারি, তাহলে অবশ্যই (বিশ্বকাপে) ভালো কিছু করা সম্ভব।

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ২১৩ রানে থামে উইন্ডিজের ইনিংস। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে ১১ রানের লক্ষ্য ছুঁতে পারেনি টাইগাররা।

ম্যাচে রিশাদ হোসেনের দুর্দান্ত ব্যাটিং (১৪ বলে ৩৯*) সত্ত্বেও তাকে সুপার ওভারে নামানো হয়নি। এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সৌম্যর মতে, সেটি ছিল দলের সম্মিলিত পরিকল্পনা।

সৌম্য আরও বলেন, মোস্তাফিজ আজকের উইকেটে অসাধারণ বোলিং করেছে। এমন উইকেটে ওকে ১০ ওভার করানো যেত। ওর মতো বোলার এই কন্ডিশনে বিশ্বসেরা।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।