ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের হাত ধরে এলো প্রথম উইকেট, আউট পন্থও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
সাকিবের হাত ধরে এলো প্রথম উইকেট, আউট পন্থও ছবি : শোয়েব মিথুন

ভারতের দরকার ছিল ১০০ রান। বাংলাদেশের ছয় উইকেট।

শুরুতেই স্বাগতিকদের সাকিব আল হাসান এনে দিলেন একটি। এর আগে আম্পয়ারস কলে বাঁচলেও এবার জয়দেব উনাদকাটকে ফিরিয়েছেন সাকিব।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৬ উইকেট হারিয়ে করেছে ৭১ রান। জয়ের জন্য এখনও তাদের দরকার ৭৩। এর আগে দুই ইনিংসে ২২৭ ও ২৩১ রান করে বাংলাদেশ। ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩১৪ রানে।

দিনের প্রথম ওভারের তৃতীয় বলে উনাদকাটের জন্য এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ। আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে আম্পায়ারস কলে বেচে যান ব্যাটার। পরের বলেই তিনি হাঁকান ছক্কা।  

পরের ওভারের চতুর্থ বলেই অবশ্য তাকে সাজঘরে ফেরত পাঠান সাকিব। এলবিডব্লিউ আউট হওয়ার পর বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ১ ছক্কায় ১৬ বলে ১৩ রান করেন তিনি। এরপর পন্থকেও সাজঘরে ফেরানো গেছে। তার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভয়ঙ্কর ব্যাটার ১৩ বলে ৯ রান করে হয়েছেন এলবিডব্লিউ।  

বাংলাদেশ সময় : ০৯৪৮ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।