ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কিংবদন্তি’ সাকিবের সঙ্গে কথা বলার ইচ্ছে পাকিস্তানি ক্রিকেটারের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
‘কিংবদন্তি’ সাকিবের সঙ্গে কথা বলার ইচ্ছে পাকিস্তানি ক্রিকেটারের

চট্টগ্রাম থেকে : পাকিস্তানের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা কম নয় আমাদ বাটের। খেলেছেন পাকিস্তান সুপার লিগেও।

এই অলরাউন্ডার এবার খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। শুরুতে খারাপ করলেও টানা দুই জয়ে আত্মবিশ্বাসী হয়েছে খুলনা।

শুক্রবার তারা হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এরপর সংবাদ সম্মেলনে এসেছিলেন আমাদ বাট। বাংলাদেশে এসে কেমন লাগছে? জানতে চাইলে তিনি বলছিলেন, ‘আমি নামাজের জন্য বাইরে যাই। আপনাদের ঐতিহ্যবাহী খাবার ভালো লাগে। এখানকার মানুষও আমাকে ভালোবাসে। ’

দেশের বাইরের বেশিরভাগ ক্রিকেটারদেরই প্রিয় বাংলাদেশি ক্রিকেটার মানেই সাকিব আল হাসান। আগের দিন ইফতেখার আহমেদও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাংলাদেশি অলরাউন্ডারের। শুক্রবার সংবাদ সম্মেলনে এসে সাকিবকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়েছেন আমাদ বাটও।

তিনি বলেছেন, ‘সাকিব ভাই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। পুরো দুনিয়াজুড়ে ক্রিকেট খেলে বেড়ায়। এখনও মনে হয় দুনিয়ার এক নম্বর অলরাউন্ডার। মানুষ হিসেবেও উনি ভালো। বাংলাদেশ দলকে নিয়েও এগিয়ে চলেছে, এখানে বিপিএলকেও। ’
 
কখনো সাকিবের সঙ্গে কথা হয়নি আমাদ বাটের। তবে জানিয়েছেন ইচ্ছের কথা, ‘এখনও হয়নি সাকিব ভাইয়ের সঙ্গে। তবে আমার ইচ্ছে আছে। অনেক অভিজ্ঞ ক্রিকেটার, উনার সঙ্গে কথা বলা ভালোই হবে। পিএসএলেও খেলেছেন, কিন্তু ওরকম কোনো কথা হয়নি। ’

খুলনা টাইগার্সেই আছেন তামিম ইকবালও। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের বড় তারকা ক্রিকেটারদের একজন তামিম। আমাদ বাট মুগ্ধ তামিমেও।

তিনি বলেছেন, ‘তামিম ভাই খেলোয়াড় ও মানুষ হিসেবে খুব ভালো। তিনি দলকে একসঙ্গে করার চেষ্টা করছেন, করেছেও। সিনিয়র হওয়ায় তার বেশি দায়িত্বও আছে। প্রথম কয়েক ম্যাচ ভালো করতে পারেনি, কিন্তু এখন ভালো করছে। ’

বাংলাদেশ সময় : ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।