ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ঐতিহাসিক জয় ‘জেন-জি’ আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করল নেপাল দল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, সেপ্টেম্বর ২৮, ২০২৫
ঐতিহাসিক জয় ‘জেন-জি’ আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করল নেপাল দল সংগৃহীত ছবি

ক্রিকেট ইতিহাসে বড় মাইলফলক স্পর্শ করেছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা।

শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। পরে বোলিং ও ফিল্ডিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ক্যারিবীয়দের থামিয়ে দেয় ১২৯ রানে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই।

ওপেনার কুশল ভুর্তেল ম্যাচ শেষে বলেন, “কোচ চেয়েছিলেন আমরা যেন ‘কার্ডিয়াক কিডস’ ডাকনামটা মুছে ফেলতে পারি। আজ আমরা তা করতে পেরেছি। দেশের কঠিন সময়ে এই জয় নেপালের মানুষকে আনন্দ দিয়েছে। ”

অধিনায়ক রোহিত পাউড়েল সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রান আর বল হাতে নিয়েছেন ১ উইকেট। ম্যাচসেরা হয়ে এই অলরাউন্ডার জয় উৎসর্গ করেছেন দেশের জেন-জি আন্দোলনে প্রাণ হারানো শহীদদের প্রতি।

তিনি বলেন, ‘এই পুরস্কার তাদের জন্য যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন। আমরা চাই আমাদের ক্রিকেট তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখুক। ’

যদিও ওয়েস্ট ইন্ডিজ দলটি ছিল মূল স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে। তবুও নেপালের পারফরম্যান্সে ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। মাঠে এ জয় শুধু ক্রিকেট নয়, গোটা দেশের জন্যই প্রেরণার প্রতীক হয়ে থাকল।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।