রংপুর রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না ঢাকা ডমিনেটর্সের ব্যাটাররা। পুরো ২০ ওভার ব্যাট করতে সক্ষম হলেও ৮ উইকেট হারিয়ে টেনেটুনে ১৩০ রান তুলতে পেরেছেন নাসির-সৌম্যরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৪তম ম্যাচে আজ টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান।
মিরপুর শের-ই-বাংলায় আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে ছিল ঢাকা। দলীয় ১১ রানেই প্রথম ব্যাটারের উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথম ওভারেই রান আউট হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ মিঠুন (৫)। পরের ওভারে আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহর বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাসির হোসেন (৩)।
আরেক ওপেনার সৌম্য সরকারও পারেননি চাপের মুখে হাল ধরতে। ১২ বোল মোকাবিলা করলেও মাত্র ৩ রান করে আজমতুল্লাহর দ্বিতীয় শিকারে পরিণত হন এই বাঁহাতি ব্যাটার। এরপর আব্দুল্লাহ আল মামুন ও অ্যালেক্স ব্লেক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারাও খুব বেশিদূর যেতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান এসেছে আরিফুল হকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন মামুন।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডমিনেটর্স- ১৩০/৮ (আরিফুল ২৯, মামুন ২৩, ব্লেক ১৮; আজমতুল্লাহ ২২/৩, রউফ ১৯/১, মাহেদী ৩০/১, মাহমুদ ২৮/১, নেওয়াজ ১/১)
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এমএইচএম