ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বড় জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, সেপ্টেম্বর ১০, ২০২৫
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বড় জয়

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে  সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। আমিরাতের দেওয়া ৫৮ রানের টার্গেট ৯ উইকেট হাতে নিয়েই স্পর্শ করে তারা।

সংযুক্ত আরব আমিরাত মাত্র ৫৭ রানে অলআউট হওয়ার পর ভারত মাত্র ৪ দশমিক ৩ ওভারে ৬০ রান করে জয় নিশ্চিত করে।  

ব্যাট হাতে অভিষেক শর্মা ১৬ বল খেলে ৩০ রান করেন এবং শুভমান গিল ৯ বল খেলে ২০ রানে অপরাজিত থাকেন।  

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত। শুরুতেই জসপ্রিত বুমরাহ ইয়র্কারে আমিরাতের ব্যাটিং লাইনআপে ধস নামান। আলিশান শরাফুকে ফিরিয়ে দেওয়ার পর বরুণ চক্রবর্তী তুলে নেন মোহাম্মদ জোহাইবকে।

ইনিংসের নবম ওভারে কুলদীপ যাদব একাই নেন তিনটি উইকেট। রাহুল চোপড়া, অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম এবং হারশিত কৌশিককে ফেরত পাঠান তিনি।  

শেষ দিকে তিনি হায়দার আলিকেও ফিরিয়ে দেন। ২ দশমিক ১ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে কুলদীপ ম্যাচের সবচেয়ে সফল বোলার। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

ভারতের শিবম দুবেও বল হাতে চমক দেখান। মাত্র দুই ওভারে তুলে নেন ৩ উইকেট। অক্ষর প্যাটেলও একটি উইকেট লাভ করেন।

মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় আমিরাত। সবচেয়ে বেশি রান করেন আলিশান শরাফু (২২) ও অধিনায়ক ওয়াসিম (১৯)। বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।  

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।