ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, অক্টোবর ২, ২০২৫
আফগানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

এশিয়া কাপে ব্যর্থতার পর এই সিরিজ দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হলো এই দুই দলের নতুন লড়াই। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষে সমান সংখ্যক ওয়ানডেও খেলবে দুই তারা।

এশিয়া কাপের লিগ পর্বে বাংলাদেশর কাছে হেরে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেয় আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে উঠলেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়।  

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মোহাম্মদ ইশাক, ফরিদ আহমদ মালিক।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (উইকেটকিপার/অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।