ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৪, অক্টোবর ২, ২০২৫
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

শারজাহর মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান তোলে আফগানরা।

ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫২ রান।

ইনিংসের শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। দলীয় ৩১ রানের মধ্যেই দুই ওপেনার ইব্রাহিম জাদরান (১৫) এবং সেদিকুল্লাহ অটলকে (১০) সাজঘরে ফেরান নাসুম আহমেদ ও তানজিম সাকিব। এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ৭৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।

তবে এক প্রান্তে হাল ধরেন রহমানুল্লাহ গুরবাজ। তিনি ৩১ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেললেও দলীয় ৯৫ রানে থামান তানজিম সাকিব। শেষের দিকে মোহাম্মদ নবীর ঝড়ো ২৫ বলে ৩৮ রান ও শরাফতউল্লাহ আশরাফের দ্রুত ১২ বলে ১৭ রানের ইনিংসের ওপর ভর করে লড়াই করার মতো পুঁজি পায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২টি উইকেট। পেসার তানজিম সাকিবও শিকার করেন ২ উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

এফবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।