ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে মিলেছে দারুণ এক জয়। তাই ঢাকায় আজ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে।

সেই লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচের একাদশে আজ পরিবর্তন এনেছে টাইগাররা। শামীম পাটোয়ারির পরিবর্তে একাদশে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ। বদল এনেছে ইংল্যান্ডও। অভিষেক হচ্ছে রেহান আহমেদের। বাদ দেওয়া হয়েছে পেসার মার্ক উডকে।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত,  সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ,মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার, ফিল সল্ট, দাভিদ মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার, রেহান আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।