ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ইরফানের ‘কুকুরের মাংস’ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, সেপ্টেম্বর ২০, ২০২৫
ইরফানের ‘কুকুরের মাংস’ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া আফ্রিদির শহীদ আফ্রিদি ও ইফরান পাঠান/সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি আবারও আলোচনায়। এবার তিনি সরাসরি আক্রমণ করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানকে।

দুজনের পুরনো দ্বন্দ্ব নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক, যা ঘুরেফিরে আবারও আলোচনায় এনেছে ২০০৬ সালের ‘কুকুরের মাংস’ মন্তব্য।

সম্প্রতি এক ভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান পাঠান বলেন, ২০০৬ সালে পাকিস্তান সফরে করাচি থেকে লাহোর যাওয়ার ফ্লাইটে আফ্রিদির সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। আফ্রিদি মজা করে তার মাথায় হাত রেখে চুল এলোমেলো করে দেন।  

তখন পাশে বসা আব্দুল রাজ্জাককে পাঠান জিজ্ঞেস করেন, ‘এখানে কী কী মাংস পাওয়া যায়?’ রাজ্জাক জানান, নানা প্রাণীর মাংস পাওয়া যায়। এরপর পাঠান মজা করে বলেন, ‘কুকুরের মাংস কি পাওয়া যায়?’ আর সঙ্গে যোগ করেন, ‘আফ্রিদি হয়তো কুকুরের মাংস খেয়েছে, তাই এত ঘেউ ঘেউ করছে। ’

আফ্রিদি অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। পাকিস্তানের সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তাকে পুরুষ মানবো, যদি সামনে দাঁড়িয়ে কথা বলে। পেছনে এত কথা বলার দরকার নেই। মজা তো তখনই আসবে, যখন সামনে এসে কথা বলবে। আমি তখনই জবাব দিতে পারব। ’ আফ্রিদি আরও দাবি করেন, আব্দুল রাজ্জাকও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

এই বিতর্ক নতুন করে চাউর হয়েছে এশিয়া কাপ ২০২৫–এর ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর প্রেক্ষাপটে, যেখানে আফ্রিদির কিছু মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।