টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে প্রায় তিন বছরের সেঞ্চুরি খরা মিটিয়েছিলেন বিরাট কোহলি। কিছুদিন পর ওয়ানডেতেও পেয়ে যান তিন অঙ্কের দেখা।
কোহলির বৃত্ত পূরণের দিনে আহমেদাবাদ টেস্টে চালকের আসনে ভারত। অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের জবাবে প্রথম ইনিংসে ৫৭১ রান করে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৩ রান করেছে অস্ট্রেলিয়া। পিছিয়ে আছে ৮৮ রানে।
৩ উইকেটে ২৮৯ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। একপ্রান্ত আগলে রেখে রবীন্দ্র জাদেজা ও শ্রীকার ভারতের সঙ্গে মাঝারিমানের জুটি গড়েন কোহলি। তবে তাকে যোগ্য সঙ্গ দেন অক্ষর প্যাটেল। ষষ্ঠ উইকেটে ১৬২ রান যোগ করেন তারা। তাতে অস্ট্রেলিয়ার সংগ্রহকে ছাড়িয়ে যায় ভারত। দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৬৪ বলে ১৫ চারে ১৮৬ রান করেন কোহলি। এছাড়া ৭৯ রান আসে অক্ষরের ব্যাট থেকে। অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন টড মার্ফি ও ন্যাথান লায়ন।
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৬ টি ওভার নিরাপদেই কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৩ রান করলেও রানের খাতা খুলেননি ম্যাথু কুনেমান।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এএইচএস