ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাউদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড সাকিবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
সাউদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড সাকিবের

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়াল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ দক্ষতা দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যাটিংয়ে লিটন দাসের রেকর্ডের পর এবার বোলিংয়ে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান।

 

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়াল্যান্ড প্রথম বলেই হারায় পল স্টার্লিংকে। উইকেটটি নেন তাসকিন আহমেদ। এরপরই শুরু হয় সাকিবের ম্যাজিক। তার স্পিন জাদুতে একে একে বিদায় নেন লরকান টাকার, রস আডায়ার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল ও হ্যারি টেকটর।  

আইরিশদের বিপক্ষে ফাইফার নিয়ে রেকর্ডও গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। টিম সাউদিকে (১৩৪) ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ উইকেটে মালিক বনে গেলেন বাংলাদেশি এই অধিনায়ক। তার উইকেটসংখ্যা এখন ১৩৬। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট পাওয়ার কীর্তিও গড়লেন তিনি। সব মিলিয়ে সাকিবের আগে এই কীর্তি ছিল আর ১১ জনের।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।