ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

বিশ্বকাপ ট্রফির ভ্রমণ শুরু হয়েছে অনেক আগেই। অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর।

এর আগে ৭ আগস্ট বাংলাদেশেও আসবে ট্রফিটি। তখন পদ্মা সেতুতে ফটোসেশন হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।

গত জুনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর ট্রফি উন্মোচিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি নেমে আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বকাপের ট্রফি এখন রয়েছে পাকিস্তানে, এরপর যাবে শ্রীলঙ্কায়।

সেখান থেকে ৭ আগস্ট ঢাকায় আসবে ট্রফিটি, থাকবে ৯ আগস্ট অবধি। আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থান বা স্থাপনার সামনে ছবি তোলা যাবে। গতবার বাংলাদেশের সংসদ ভবনের সামনে তোলা হয়েছিল। এবার বিসিবির আগ্রহে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের পদ্মা সেতুর সামনে ছবি তোলা হবে।

বাংলাদেশ থেকে বিশ্বকাপ ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ। সবমিলিয়ে বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের এবারের আসর।

বাংলাদেশ সময় : ১১০৩ ঘণ্টা, ৮ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।