ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিমানে মিরাজকে দাবার চ্যালেঞ্জ সাকিবের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
বিমানে মিরাজকে দাবার চ্যালেঞ্জ সাকিবের

হারের হতাশা নিয়ে ছাড়তে হয়েছে ধর্মশালা। সেসব অবশ্য দূরেই রাখছে বাংলাদেশ।

অন্তত সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে তেমনটাই মনে হচ্ছে।

বুধবার ধর্মশালা থেকে বাংলাদেশের গন্তব্য হয়েছে চেন্নাই। এখানকার এম চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ দল মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। চাটার্ড বিমানে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে টাইগাররা।

এই সময়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দাবা খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেন মেহেদী হাসান মিরাজকে। এমন ক্যাপশনে ফেসবুকে ছবি পোস্ট করা হয়েছে বিসিবির ফেসবুক পেজ থেকে। একই রকম ছবি দিয়েছেন ধারাভাষ্যকার আতহার আলী খান। চাটার্ড ফ্লাইটে ক্রিকেটারদের সঙ্গী ছিলেন তিনি।

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয় বড় ব্যবধানে। ওই হতাশা নিয়েই ধর্মশালাকে বিদায় বলেন সাকিবরা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।