ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

মোস্তাফিজের ব্রেকথ্রু এনে দেওয়ার পর সাকিবের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
মোস্তাফিজের ব্রেকথ্রু এনে দেওয়ার পর সাকিবের আঘাত

দুই ওপেনার হারিয়ে নেদারল্যান্ডস যখন চাপে। তখন দলের হাল ধরলেন কলিন অ্যাকরম্যান ও ওয়েসরে বারেসি।

গড়লেন দারুণ এক জুটি। তবে সেই জুটি ভেঙে দেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারেই আরেক ব্যাটার অ্যাকরমানকে বিদায় করেন সাকিব।  

চতুর্দশ ওভারের চতুর্থ বলে মোস্তাফিজের করা ফুলার লেংথ ডেলিভারি ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি বারেসি। বল অনেকটা উপরে উঠে গেলে সেটি তালুবন্দি করেন সাকিব আল হাসান। বারেসি ফিরে যান ৪১ বলে ৪১ রান করে। পরের ওভারে সাকিবের করা স্লোয়ার সুইপ করতে গিয়ে মোস্তাফিজের হাতে ক্যাচ তুলে দেন অ্যাকরম্যান। বিদায় নেন ৩৩ বলে ১৫ রান করে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ৬৩ রান।

এর আগে ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদকে বাদ দিয়েছে বাংলাদেশ। খেলছেন তাসকিন আহমেদ।

আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তাসকিনের বল ঘুরিয়ে খেলতে যান ডাচ ওপেনার বিক্রমজিত সিং। বল উপরে উঠে গেলে মিড অফে সহজেই সেটি তালুবন্দি করেন সাকিব আল হাসান। পরের ওভারে বল করতে আসেন শরিফুল। তার করা দ্বিতীয় বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন ম্যাক্স ও’ডাউড। বিদায় নেন শূন্য রানেই।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।