ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরা, সাকিবের সমালোচনায় বন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরা, সাকিবের সমালোচনায় বন্ড

বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। এরইমধ্যে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

হুট করে দেশে ফেরায় অনেকের কাছেই সমালোচিত হয়েছেন তিনি। বাদ যাননি নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ডও।  

আসরে এই পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশের জয় স্রেফ একটি; আফগানিস্তানের বিপক্ষে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল কিভাবে উন্নতি করবে, কিভাবে টেবিলের ওপরের দিকে আসবে। এসব কিছু চিন্তা না করে অধিনায়ক হুট করেই ফিরলেন দেশে। বিষয়টিকে ভালোভাবে দেখছেন না শেন বন্ড।  

ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে সাবেক এই কিউই পেসার এই ব্যাপারে বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়। দল এখনও অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে; কিভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না। ’

এদিকে দেশে আসার কারণ হিসেবে সাকিবের একা অনুশীলনের কথা জানা গেছে। এই বিষয়টিও ভালো মনে করেননি বন্ড। তিনি জানান কোচকে কেন উড়িয়ে নেওয়া হলো না? সাবেক এই কিউই পেসার বলেন, ‘আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে এলেন না?’

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।