ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ডোনাল্ডের বলা কথার ব্যাপারে ‘জানেনই না’ হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
ডোনাল্ডের বলা কথার ব্যাপারে ‘জানেনই না’ হাথুরু

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে পেসারদের সঙ্গে কথা বলছেন অ্যালান ডোনাল্ড; অথবা ‍ভিডিও করছেন তাদের বোলিং। বাংলাদেশের ক্রিকেট দলের অনুশীলন বা মূল ম্যাচে নিয়মিতই দৃশ্য হয়ে গিয়েছিল।

তার নিবেদন, পরিশ্রম ছুঁয়ে গিয়েছিল সমর্থকদের হৃদয়ও।  

তবুও তিনি ভিনদেশি, তার এটা চাকরি। একসময় গিয়ে ছাড়তেই হতো তাকে। সেটি হচ্ছে চলতি বিশ্বকাপের পরই। যদিও অভিমান নিয়েই চাকরি ছাড়ছেন ডোনাল্ড। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টিম মিটিংয়ের সময় কারো কথায় আঘাত পাওয়ার কথা।  

এ নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে। উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না আপনি এটা কোথায় পেলেন। আমি যতটুকু জানি, কয়েকজন কোচের বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ’ 

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা ‘টাইমড আউট নিয়ে’ নিজের মন্তব্য করেন ডোনাল্ড। কাজটি পছন্দ হয়নি তার। এ নিয়ে পরে তাকে বিসিবি থেকে শোকজ করার কথাও সামনে আসে। এ ব্যাপারে ডোনাল্ডের সঙ্গে কি কোনো আলাপ হয়েছে? হাথুরু বলেন, ‘আমার তার সঙ্গে কোনো ব্যক্তিগত আলাপ হয়নি। ’

কোচ হিসেবে ডোনাল্ডকে নিয়ে হাথুরুর মূল্যায়ন, ‘আমরা আসলে ম্যাচের পর তার সঙ্গে কথা বলতাম। সে অসাধারণ কাজ করেছে। আমাদের পেসারদের সাফল্য ও সবমিলিয়ে দলের সাফল্যেও অবদান রেখেছে। কারণ তার অনেক অভিজ্ঞতা ও খুব ভালো ব্যক্তিত্ব দলের ভেতরেও এসেছে। সে আমাদের ও কোচ হিসেবে আমার জন্য দারুণ সংযোজন। অভিজ্ঞতা ও তার সঙ্গে কাজ করার জন্য- হ্যাঁ, তাকে মিস করবো। ’

বাংলাদেশ সময় : ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।