ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটের সবকিছু সম্পর্কে লিটনের ধারণা ভালো: সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, মে ১১, ২০২৫
ক্রিকেটের সবকিছু সম্পর্কে লিটনের ধারণা ভালো: সালাউদ্দিন ছবি: সংগৃহীত

লম্বা সময় পারফরম্যান্স খরায় ভুগায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে।

এবার তিনি ফিরলেন অধিনায়ক হয়ে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। এই নেতৃত্ব খুব ভালোভাবেই সামলাতে পারবেন বলে মনে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।  

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে লিটন অধ্যায়। তাকে নিয়ে আশাবাদী সালাউদ্দিন। উইকেটরক্ষক এই ব্যাটার খুব কৌশলী বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, গেম অ্যানালাইসিস করে প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা নিয়ে নেন তিনি। এমনকি দলও ভালো সামলাতে পারেন বলে মনে করেন সালাউদ্দিন।  

বাংলাদেশের এই সিনিয়র সহকারী কোচ বলেন, ‘শক্তির জায়গা যদি বলেন, আমি বলব সে খুব ভালো টেকটিশিয়ান। ফিল্ডিং সাজানো, বোলারের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ নিয়ে সে খুব ভালো গেম অ্যানালাইসিস করে। টি-টোয়েন্টিতে কিভাবে ফিল্ড সেটআপ করতে হয়, কিভাবে খেলাটা এগিয়ে নিতে হয়, কিভাবে ব্যাট করতে হয়, সেসব সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, দল সামলানো বলেন, সব সম্পর্কে তার ধারণা ভালো। এটা তার শক্তি। ’

লিটনকে স্বাধীনতা দিলে সে আরো ভালো করবে বলে জানিয়েছেন সালাউদ্দিন। বাংলাদেশের কোচ বলেছেন, ‘অধিনায়ক হিসেবে কৌশল ঠিক করা, দল চলানো সবই লিটনের ভালো। সে চেষ্টা করছে কিভাবে আগাতে হবে। অধিনায়কই দলটা চালায়। আমরা যারা বাইরে আছি, বা যারা বোর্ডে আছেন আমরা দল চালাব না। দল চালাবে অধিনায়ক। ’

‘তাকে সেই ফ্রিডমটা দিলে সে ভালো করবে। অধিনায়কত্ব যে করে তার ওপর পুরো দেশের চাপ থাকে। তাকে সমর্থন দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা যারা মনে করেন বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সহজ, তারা ভুল রাজ্যে আছেন। ’

শুধু প্রশংসা নয়, লিটনের দুর্বলতা নিয়েও কথা বলেছেন সালাউদ্দিন। তিনি আশা করেন এসব থেকে বেরিয়ে আসবেন এই ব্যাটার। তাছাড়া সাকিবের মতো তার ক্ষেত্রেও যেন ভুল ধারণা করা না হয়, সেই সম্পর্কে জানান বাংলাদেশের সহকারী কোচ।  

তিনি বলেন, ‘দুর্বলতা যদি বলেন, সে কিছুদিন রান করেনি। আপাতত এটা তার দুর্বলতা। আমি মনে করি, এটা থেকে বেরিয়ে আসবে। লিটনকে আমরা একটু অন্যভাবে দেখি, কথা কম বলে। যারা কাছ থেকে দেখে, তারা ভুল ধারণা করবে না। যে ভুল ধারণা সাকিবের বেলায় আপনাদের ছিল। মনে হয়, তারা অনেক কিছু করে না। আসলে লিডার হিসেবে যতটুকু করার তার চেয়ে বেশি করে। ’

আগামী বুধবার সকালে আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে শারজাহতে দুই ম্যাচের সিরিজ খেলবে তারা।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।