ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

এমন ম্যাচ হার্টের জন্য ভালো নয়: সিমন্স 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, অক্টোবর ৪, ২০২৫
এমন ম্যাচ হার্টের জন্য ভালো নয়: সিমন্স  টাইগারদের কোচ ফিল সিমন্স

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু টাইগারদের কোচ ফিল সিমন্সের চোখে এই জয় শুধু আনন্দ নয়, ভেতরে ভেতরে একটা ধাক্কাও।

কারণ শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের উত্তেজনায় যেন সবার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল কয়েকগুণ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্সের কণ্ঠে শোনা গেল স্বস্তি, তবে ছিল শঙ্কাও।

তিনি বলেন, “প্রথমে বলব ম্যাচ দুর্দান্ত ছিল। গতকালের ম্যাচ থেকে অনেক ভালো হয়েছে। আজ উইকেট অনেক সময় ধরে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ফলে অনেক বেটার ম্যাচ হয়েছে। ”

এরপরই তিনি ম্যাচের নায়ক নুরুল হাসান সোহানের প্রসঙ্গে আসেন।

সিমন্স বলেন,“আজকে সে দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসছে। ব্যাটারদের থেকে এটাই চাওয়া থাকবে আমার। যখনই সুযোগ আসবে, তখনই যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়। ”

কোচ জানান, ক্রিকেট কখনো কখনো খেলোয়াড়দের জন্য যেমন পরীক্ষার, ঠিক তেমনি কোচদের জন্যও।

তিনি বলেন,  “এটা আমার জন্যও ক্ষতিকর। ক্রিকেট এমনই। কিন্তু ভালো ব্যাপার হলো আপনি যখন ক্লোজ ম্যাচগুলো জিততে থাকবেন তখন আপনি আত্মবিশ্বাস পাবেন বাকি ক্লোজ ম্যাচগুলোতে। তবে সত্য কথা হলো, এমন ম্যাচগুলো আপনার হার্টের জন্য ক্ষতিকর। এমন ম্যাচ হার্ট সবসময় নিতে পারবে না। ”

জয়ের আনন্দে দলের মুখে হাসি থাকলেও সিমন্স মনে করিয়ে দিলেন, এই চাপই আসল শিক্ষা। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি জয়ই একেকটা যুদ্ধ। আর আজকের মতো ম্যাচগুলো শুধু জয় এনে দেয় না, বরং পুরো দলকে কঠিন সময়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করে।


এফবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।