বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের নির্বাচনে অংশ না নেয়ায় এবার আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী এবং সাবেক ক্রিকেটার দেবব্রত পাল।
আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
দেবব্রত বলেন, “তামিমসহ সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক যারা ছিলেন দীর্ঘদিন কাজ করার সুবাদে তাদের সবার সাথেই আমার ভালো সম্পর্ক রয়েছে। তামিম ইকবালকে আমি অত্যন্ত ব্যাপকভাবে উপলব্ধি করেছিলাম। তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাক পীড়া দিয়েছে, এ ধরণের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। ”
উল্লেখ্য, কয়েক দিন আগে বিসিবি নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে পরে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। ক্রিকেট মহলে এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা চলছে।
দেবব্রত মনে করেন, তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সক্রিয় অংশগ্রহণ ক্রিকেট প্রশাসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারত। তাই তার সরে দাঁড়ানো ক্রিকেট পরিবারের জন্য দুঃখজনক।
এফবি/আরইউ