ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের নিলামে বাংলাদেশের তিন পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
আইপিএলের নিলামে বাংলাদেশের তিন পেসার

আইপিএলের নতুন মৌসুমের জন্য নিলামে চূড়ান্ত তালিকায় আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাংলাদেশ থেকে কেবল তিন পেসারই সুযোগ পেয়েছেন এতে।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। যেখানে নাম লিখিয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। তবে দল পাবেন কেবল ৭৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ আছে।  

নিলামে ২৩ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপি। তাদের মধ্যে একজন মোস্তাফিজুর রহমান। গত দুই মৌসুম ধরে রাখলেও বাঁহাতি এই পেসারকে এবার ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটাল। এছাড়া তাসকিন ৭৫ লাখ ও শরিফুলের  ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ ছিলেন সাকিব আল হাসান। কিন্তু গতবারের মতো এবারের আসরেও খেলবেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।