ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের দলে ডাক পেলেন রিউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, মে ৮, ২০২৫
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের দলে ডাক পেলেন রিউ ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন জেমস রিউ। ইনজুরির কারণে ছিটকে যাওয়া জর্ডান কক্সের বদলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী এই ব্যাটার।

 

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে রয়েছেন রিউ। গত সোমবার এসেক্সের বিপক্ষে হাঁকান সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এ পর্যন্ত ১০টি সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ফাইনালে সর্বোচ্চ ৯৫ রান আসে তার ব্যাট থেকে। তখন থেকেই নির্বাচকদের নজরে ছিলেন তিনি। এবার পেলেন জায়গা।  

এছাড়া সামরসেটের হয়ে চলতি আসরে তার পারফরম্যান্স দেখার মতোই। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার ব্যাটিং গড় ৫৪.২১ এবং সর্বোচ্চ ইনিংস ১৫২ রানে অপরাজিত।

ইংল্যান্ডের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথিউ পটস, জেমস রিউ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ