ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও দাপট ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারতকে হটিয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা।

নতুন চক্রে (২০২৩-২৫) এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ৫৬.২৫ শতাংশ পয়েন্ট (৫৪) অর্জন করেছে তারা। কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষে উঠা ভারত তা ধরে রাখতে পারে মাত্র দুই দিন। চার টেস্টে ৫৪.১৬ শতাংশ পয়েন্ট (২৬) নিয়ে দুইয়ে আছে রোহিত শর্মার দল।  সমান ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা, চারে নিউজিল্যান্ড ও পাঁচে আছে বাংলাদেশ। তিনটি দলই দুটি করে টেস্ট খেলে জিতেছে একটি।

অস্ট্রেলিয়া সফরে একটি ম্যাচও না জেতা পাকিস্তান আছে ছয়ে। পাঁচ টেস্ট খেলে ৩৬.৬৬ শতাংশ (২২) পয়েন্ট অর্জন করেছে। ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সাতে ওয়েস্ট ইন্ডিজ ও ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে আটে ইংল্যান্ড। পয়েন্টের খাতা খুলতে না পারা শ্রীলঙ্কার অবস্থান টেবিলের একদম তলানিতে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।