ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজ-ইমরুলের জন্য হাথুরুর শুভকামনা

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
মিরাজ-ইমরুলের জন্য হাথুরুর শুভকামনা

এখনও জাতীয় দলে খেলছেন মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েসও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। এর মধ্যেই ব্যবসাতেও নাম লিখিয়েছেন দুজন।

দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এমকেএস’ খুলেছেন তারা।  

এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ক্রিকেটারদের ভালো মানের ব্যাটের চাহিদা পূরণ করার লক্ষ্য ইমরুল ও মিরাজের। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ক্রিকেটারকে স্পন্সরও করেছেন তারা। এবার মিরাজ-ইমরুলকে শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেন, ‘এমকেএস স্পোর্টস একটি ব্যাট কোম্পানি, এ ধরনের কিছু বাংলাদেশে প্রথম। যেটার সঙ্গে জড়িয়ে দুই তরুণ উদ্যোক্তা মিরাজ এবং ইমরুল। আমি মনে করি, এটা দারুণ একটা পদক্ষেপ। ’

‘এই উদ্যোগ এমন দুজন নিয়েছে যারা দেশের হয়ে ক্রিকেট খেলেছে। বাংলাদেশের জন্য একটা ব্যাট কোম্পানির খুবই প্রয়োজন ছিল। আমি তাদের শুভকামনা জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।