ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের হেড কোচের দায়িত্ব ছেড়ে কাউন্টি ক্লাবে ব্র্যাডবার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
পাকিস্তানের হেড কোচের দায়িত্ব ছেড়ে কাউন্টি ক্লাবে ব্র্যাডবার্ন

ওয়ানডে বিশ্বকাপের পর তাকে অনেকটা আড়ালেই রেখে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নেওয়া হয়নি অস্ট্রেলিয়া সফরে।

এবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের হেড কোচ হিসেবে ইতি ঘটল তার। যদিও বেকার বসে থাকছেন না গ্র্যান্ট ব্র্যাডবার্ন। কেননা কাউন্টি ক্লাব গ্ল্যামারগনের হেড কোচ তিন বছরের চুক্তি করেছেন তিনি। পরের মাসেই হাতে নেবেন দায়িত্ব।

টুইটারে  ব্র্যাডবার্ন লেখেন, 'সময় পাকিস্তান ক্রিকেটের সঙ্গে অসাধারণ অধ্যায়ের ইতি টানার। পাঁচ বছর তিন দায়িত্ব- যা কিছু অর্জন করেছি তা নিয়ে গর্বিত আমি এবং এতো সব অসাধারণ কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ। সাফল্য ও উন্নতি ধরে রাখতে দল,স্টাফ ও পিসিবির সবাইকে শুভকামনা জানাই। '

২০১৮ সালে পাকিস্তানের সহকারী হিসেবে যোগ দেন ব্র্যাডবার্ন। এরপর ২০২০ সালে পান হাইপারফরম্যান্সের দায়িত্ব। গত বছর সাকলাইন মুশতাককে সরিয়ে তাকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। যদিও দলের মূল কর্তৃত্ব ছিল টিম ডিরেক্টর মিকি আর্থারের হাতে। বিশ্বকাপ ব্যর্থতার কারণ হিসেবে দুজনের দায় দেখেন অনেকেই।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।