ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আঙুলে ব্যথা পেয়েছেন তামিম, মিরপুর ছেড়েছেন ব্যান্ডেজ নিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
আঙুলে ব্যথা পেয়েছেন তামিম, মিরপুর ছেড়েছেন ব্যান্ডেজ নিয়ে

তাসকিন আহমেদ বল করছিলেন তামিম ইকবালকে। বেশ কিছুক্ষণ স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন এই ওপেনার।

হঠাৎ লাফিয়ে উঠা বল আঘাত করে তামিমের বাঁ হাতের তর্জনিতে। ব্যথা পাওয়ার পর তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আবার ব্যাটিংয়েরও।

কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বল না খেলে চলে আসেন ইনডোরের ভেতরে। সেখানে তাকে বেশ কিছুক্ষণ শুশ্রূষা করেন ফিজিও বায়েজীদুল ইসলাম। পরে তামিমকে হাতে ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়তে দেখা যায়।

এ নিয়ে পরে ফিজিও বায়েজীদ বলেছেন, ‘তেমন সিরিয়াস কিছু না। হাতে ফোলা যেন না বাড়ে এজন্য তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আশা করছি কালকে থেকেই ব্যাট করতে পারবে। ’

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। দলটির কোচ মিজানুর রহমানও ছিলেন অনুশীলনে।  

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।