ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সংসদ সদস্য হওয়ায় সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
সংসদ সদস্য হওয়ায় সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে অংশ নিয়েছেন ক্রিকেটাঙ্গনের বেশ কয়েকজন।

এর মধ্যে আছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আগের সংসদ নির্বাচনেই নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, ঘরোয়া লিগেও নিয়মিত খেলছেন। এ দুজনকে নতুন করে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেবে বিসিবি।   

এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাদের দুজনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব সেটা আমরা এখনো ঠিক করিনি। ’

মাশরাফিকে নিয়ে তিনি বলেন, ‘মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে। ’

নতুন সংসদ সদস্য সাকিবকে নিয়ে তার ভাষ্য, ‘এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়। ’

বাংলাদেশ সময় : ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।