ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না রশিদ খানের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না রশিদ খানের

ইনজুরি কাটিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল রশিদ খানের। কিন্তু শেষ মুহূর্তে দুঃসংবাদ পেল আফগানিস্তান।

পুরোপুরি সেরে না ওঠায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই আফগান স্পিন তারকা।  

তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর আগে দলের 'মূল অস্ত্র'কে হারানোর কথা জানান আফগান অধিনায়ক ইব্রাহীম জাদরান। আজ ম্যাচ-পুর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সে (রশিদ) পুরোপুরি ফিট নয়, কিন্তু আমাদের সঙ্গে যাবে। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং আশা করি যত দ্রুত সম্ভব সে (দলে) ফিরবে। আমরা (পুরো) সিরিজে তাকে মিস করবো। '

সম্প্রতি পিঠের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রশিদের। সেরে না উঠলেও দলের সঙ্গে ভারত সফরে যাচ্ছেন তিনি। দলে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, নূর আহমেদ এবং কায়েস আহমেদের মতো স্পিনার আছে; তাই রশিদের অনুপস্থিতি দলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করেন ইব্রাহীম জাদরান, 'রশিদের অভিজ্ঞতাকে আমরা মিস করবো। তবে সে না থাকলেও আমাদের মুজিব, নবি, নূর এবং কায়েসের মতো   কোয়ালিটি স্পিনার আছে। তারা অনেক ম্যাচ খেলেছে এবং তাদের ওপর আমাদের বিশ্বাস আছে। ' 

জাদরান আরও বলেন, ভারতের বিপক্ষে তাদের মাটিতে ভালো করতে হলে তার দলকে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই 'ব্যাটিং লিজেন্ড' বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এরইমধ্যে ফিরিয়ে এনেছে ভারত। সবমিলিয়ে কঠিন লড়াইয়ের আগে নিজেদের 'দুর্বলতা'র বিষয়টি খোলাসা করে দিলেন আফগান অধিনায়ক।

জাদরান বলেন, 'আমাদের দলে কোয়ালিটি স্পিনার ও সিমাররা আছে। তবে আমাদের ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে হবে। (এখন থেকে) ব্যাটিংয়ে আমরা আরও বেশি আগ্রাসী থাকার চেষ্টা করবো। আমরা (২০২৩ ওয়ানডে) বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলেছি। আমরা ভালো করবো, এমনটাই প্রত্যাশা করে পুরো বিশ্বের আফগানরা। '

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।