ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল থেকে টি-টোয়েন্টি দলের ঘাটতি পূরণে চোখ নির্বাচকদের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
বিপিএল থেকে টি-টোয়েন্টি দলের ঘাটতি পূরণে চোখ নির্বাচকদের

টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই দুর্বলতা ছিল বাংলাদেশ দলের। তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে বেশ ভালোই করছে তারা।

যদিও এই ফরম্যাটে এখনও বেশ ঘাটতি রয়ে গেছে। এদিকে এ বছরই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই কয়েকদিন পর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাড়তি নজর থাকবে নির্বাচকদের।

প্রতিবারই এই টুর্নামেন্টে চোখ রাখেন নির্বাচকরা। আজ শনিবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার আশা, বিপিএলে আরেকটু উপরে ব্যাট করবেন দেশি ব্যাটাররা।  

তিনি বলেন, ‘আশা করি, ওরা একটু ‍উপরের দিকে ব্যাটিং করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি ওদের একটু উপরের দিকে ব্যাটিং দেবে। যেন ওরা একটু বেশি সময় ধরে ব্যাট করতে পারে। কারণ ১০ ওভার পর ব্যাটিং করতে এসে খুব একটা সময় থাকে না। এ মুহূর্তে আমরা বিপিএলের দিকেই ফোকাস করছি। ’

‘টি-টোয়েন্টি দলটা তো আমাদের বেশ ভালো খেলছে। এখনো কিছুটা জায়গা আমাদের পূরণ করার বাকি আছে। মিডল অর্ডারে এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটার নেই যে প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে। একজন অলরাউন্ডার খুঁজছি আমরা। আমরা চাচ্ছি ম্যাচ উইনিং বোলার। তো কিছু কিছু জায়গা নিয়ে এখনো কাজ করার আছে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।