ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের উদ্বোধনী সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
বিপিএলের উদ্বোধনী সূচিতে পরিবর্তন

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের নবম আসর। সূচি আগেই ঘোষণা করলেও উদ্বোধনী দিনের সূচিতে পরিবর্তন আনার কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে তারা।

পূর্বের সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মাঠে নামার কথা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার। কিন্তু আধা ঘণ্টা পরে শুরু হবে এই ম্যাচ। একইভাবে সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার দিনের অপর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

উদ্বোধনী দিন ছাড়া শুক্রবারের প্রথম ম্যাচ আগের মতোই দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। শুক্রবার ছাড়া অন্যান্য দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১ টা ৩০ মিনিটে ও দ্বিতীয় ম্যাচ শুরুর সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।

এদিকে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্বের টিকিট বিক্রি। এবারও ২০০ টাকায় ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইস্টার্ন স্টান্ডের টিকিটের এমন মূল্য ধরা হয়েছে। নর্থ ও সাউথ স্টান্ড ৪০০, ক্লাব হাউস ৮০০, ভিআইপি স্টান্ড ১৫০০ ও গ্র্যান্ড স্টান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রির সময়ে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময় : ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।